Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
July-2019 Training List
Details

জুলাই-২০১৯খ্রিঃ মাসের প্রশিক্ষণ সমূহ

বেসিক কম্পিউটার মৌলিক প্রশিক্ষণ(১ম ধাপ
( পুরুষ-১৫ জন)
অটোমেকানিক্স প্রশিক্ষন
(১ম ধাপ পুরুষ -০২ জন)
 রেফ্রিজারেটর এন্ড এয়ারকন্ডিশনিং প্রশিক্ষণ (১ম ধাপ-পুরুষ)-০২ জন
ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ (১ম ধাপ-পুরুষ)-০২ জন
ওয়েল্ডিং ৪জি প্রশিক্ষণ (১ম ধাপ-পুরুষ)-০২ জন
প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং প্রশিক্ষণ (১ম ধাপ-পুরুষ)-০২ জন
ম্যাশনারি এন্ড রড বাইন্ডিং প্রশিক্ষণ (১ম ধাপ-পুরুষ) ০২ জন
কনস্ট্রাকশন পেইন্টিং প্রশিক্ষণ (১ম ধাপ-পুরুষ) ০২ জন
টাইলস সেটিং প্রশিক্ষণ (১ম ধাপ-পুরুষ)- ০২ জন

নির্দেশনাঃ ১। সকল প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ নীতিমালা ২০১৯-২০২০ অনুযায়ী যোগ্যতাসম্পন্ন হতে হবে এবং ভিডিপি মৌলিক প্রশিক্ষণ  
       প্রাপÍ সদস্য/সদস্যা হতে হবে ভোটার আইডি ও ০৪ কপি ছবি সাথে আনতে হবে।
২। কম্পিউটার প্রশিক্ষণে বয়স ১৮ হতে ৩০ এর মধ্যে হতে হবে, ক্রমিক নং-০২ হতে ০৯ পর্যন্ত ১৮ হতে ৩৫ বছর পর্যন্ত ।
৩। ২০১৯-২০২০ প্রশিক্ষণ নির্দেশিকার প্রতিটি কোডে বর্ণিত প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীর যোগ্যতা উল্লেখ আছে । কোনক্রমেই অযোগ্য প্রশিক্ষণার্থী বাছাই করা যাবেনা। কোন অনাকাংকিত ব্যক্তি/গোষ্ঠী কোন সদস্য/সদস্যা প্রশিক্ষণে অংশগ্রহন করতে না পারে সে বিষয়ে সর্তক খাকতে হবে।
৪। প্রশিক্ষণার্থী প্রেরনঃ গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষন ব্যতীত সকল প্রশিক্ষণে বাছাইকৃত প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ শুরুর পূর্বের দিন পূর্বাহ্নে সংশ্লিষ্ট প্রশিক্ষণ কেন্দ্রে প্রেরনের জন্য সকাল ১০ ঘটিকার মধ্যে জেলা কার্যালয়ে প্রেরন করতে হবে এবং প্রশিক্ষণ শেষের দিন অপরাহ্নে কেন্দ্র হতে বিদায় নিতে হবে । যে কোন প্রশিক্ষণে যথাসময়ে ইউনিয়ন ভিত্তিক কোঠা নির্ধারণ করে প্রশিক্ষণার্থী প্রেরণ করতে হবে ।
৫। প্রশিক্ষণার্থীদের সংশ্লিষ্ট প্রশিক্ষণ সম্পর্কে এবং প্রশিক্ষণ শিবিরে অবস্থান সম্পর্কে সাধারন ধারনা দিয়ে প্রেরণ করতে হবে ।
৬। প্রশিক্ষণ সংক্রান্ত এ পত্রটি সকল উপজেলা নোটিশ বোর্ড এবং ইউনিয়ন পরিষদের নোটিশ বোর্ডে টানাতে হবে।

আগ্রহীদেরকে সংশ্লিষ্ট উপজেলা আনসার ও ভিডিপি অফিসে যোগযোগ করার জন্য অনুরোধ করা হলো।

Image
Publish Date
07/07/2019
Archieve Date
31/07/2019