Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জন সমূহ

ফরিদপুর জেলাধীন ০৯টি উপজেলা কার্যালয় রয়েছে। উক্ত উপজেলার কর্মকর্তা/কর্মচারী, মোতায়েনরত ব্যাটালিয়ন আনসার, অঙ্গীভূত আনসার, ভিডিপি সদস্য-সদস্যারা অন্যান্য আইন শৃংখলা বাহিনীর সাথে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। এছাড়াও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহের নিরাপত্তা বিধান, নারীর ক্ষমতায়ন, নিরক্ষরতা দূরীকরণ, দুর্যোগ মোকাবেলা, ইত্যাদি ক্ষেত্রে এ বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। জাতীয় সংসদসহ সকল প্রকার নির্বাচন, দূর্গাপুজা ইত্যাদিতে সড়ক ও জনপথের নিরাপত্তায়, রেলপথ রক্ষা, যানজট নিরসনে ট্রাফিক পুলিশের সাথে দায়িত্ব পালন, শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা, মার্কেট, ব্যাংক, বিদ্যুৎকেন্দ্রসহ সরকারী বেসরকারী গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে সাধারণ আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করে যাচ্ছে। এছাড়া ফরিদপুর জেলা সদর ও ভাংগা উপজেলায় মেজিষ্ট্রেসির অধীনে মোবাইল কোর্ট পরিচালনায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েনকৃত ব্যাটালিয়ন আনসার সদস্যগণ দক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। জাতীয় ও স্থানীয় নির্বাচন, উপ-নির্বাচনে ভোটকেন্দ্রে নিরাপত্তার দায়িত্ব পালনসহ বিভিন্ন ধর্মীয় উৎসবে জনগণের যাতায়াত ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করে থাকে।

     দেশের মানব সম্পদ ও আর্থসামাজিক অবস্থার উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ এবং দক্ষ জনবল তৈরীর লক্ষ্যে বিভিন্ন ধরণের মৌলিক, কারিগরী ও পেশাভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

    এছাড়াও অঙ্গীভূত আনসার সদস্যদের নিয়োগ ও চাকরি সংক্রান্ত যাবতীয় বিষয় স্বয়ংক্রিয়ভাবে পরিচালনার লক্ষ্যে AMIS নামে অন লাইন ভিত্তিক একটি নতুন ডিজিটাল সিস্টেমে কর্মকান্ড চালু রয়েছে।আনসার সদস্যদের ভাতাদি অনলাইন ব্যাংক হিসেব নম্বরে ডাচবাংলা ব্যাংকের মাধ্যমে প্রদান করা হচ্ছে।

বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন www.ansarvdp.faridpur.gov.bd এর মধ্যমে অত্র ফরিদপুর জেলার দাপ্তরিক প্রয়োজনীয় তথ্যাদি আপলোড করা, জাতীয় জরুরী সেবাসহ টোল ফ্রি নম্বরসমূহ তথ্য বাতায়নে দৃশ্যমান করা হয়েছে, সেবা জনগণের দ্বারে পৌছে দেওয়ার লক্ষ্যে Google Maps –এ জেলা কার্যালয়ের Google map Location link সংযোজন করা হয়েছে এবং দাপ্তরিক যোগাযোগের জন্য দাপ্তরিক গুরুত্বপূর্ণ নম্বরসমূহ তথ্য বাতায়নে সংযুক্ত করা হয়েছে।

ফরিদপুর জেলায় ২৩৭ জন অঙ্গীভূত আনসার সদস্য বিভিন্ন কেপিআই সমূহে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছে।এছাড়া ২৭০ জন দলনেতা-দলনেত্রীর ভাতাদি ট্রাস্ট ব্যাংকের অনলাইনে স্ব স্ব হিসাব নম্বরে প্রেরণ করা হচ্ছে।